শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে নগরের অশ্বিনী কুমার হলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা ২০১৭-এর বরিশাল বিভাগের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মেধাবী কিছু মুখ বের করতে এই প্রতিযোগিতার আয়োজন।
ছরছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা সৈয়দ মো. শরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক (অর্থ ও হিসাব বিভাগ) মো. মিজানুর রহমান, মঞ্জুরি কমিশনের পরিচালক ও অতিরিক্ত দায়িত্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ খন্দকার হামিদুর রহমান প্রমুখ।
বাঘিয়া আল-আমিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুর রবের পরিচালনায় দিনব্যাপী এ অনুষ্ঠানে ফাজিল ও কামিল মাদরাসার আমন্ত্রিত অধ্যক্ষ, শিক্ষক ও ছাত্ররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এমএস/আরআর