শুক্রবার (২০ অক্টোবর) সাড়ে ৫টায় মহাখালী ফ্লাইওভারের ঢালে এলেংগা হোটেল সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সিরাজ (৩০), আবদুল হক (৫০), শাহীন (২৬), খোকন (২৫), সালাউদ্দিন (৩৪), সুমন (২৮) ও সোহেল (২০)।
স্থানীয়রা জানান, বিকেলে মহাখালী ফ্লাইওভারের ঢালে এলেংগা হোটেল সংলগ্ন রাস্তায় একটি যাত্রীবাহী বাস ইট ভাঙা মেশিনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইট ভাঙা মেশিনের সাত শ্রমিক রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বাসটি আটক করা হয়েছে। আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এজেডএস/এসআরএস