ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীতে বাসের ধাক্কায় সাত শ্রমিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
মহাখালীতে বাসের ধাক্কায় সাত শ্রমিক আহত

ঢাকা: মহাখালীতে বাসের ধাক্কায় ইঞ্জিন চালিত ইট ভাঙা মেশিনের সাত শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২০ অক্টোবর) সাড়ে ৫টায় মহাখালী ফ্লাইওভারের ঢালে এলেংগা হোটেল সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিরাজ (৩০), আবদুল হক (৫০), শাহীন (২৬), খোকন (২৫), সালাউদ্দিন (৩৪), সুমন (২৮) ও সোহেল (২০)।

স্থানীয়রা জানান, বিকেলে মহাখালী ফ্লাইওভারের ঢালে এলেংগা হোটেল সংলগ্ন রাস্তায় একটি যাত্রীবাহী বাস ইট ভাঙা মেশিনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইট ভাঙা মেশিনের সাত শ্রমিক রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বাসটি আটক করা হয়েছে। আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এজেডএস/এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।