ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জর্ডানের রানি আসছেন ২৩ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
জর্ডানের রানি আসছেন ২৩ অক্টোবর জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ

ঢাকা: প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দেখতে আসছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। আগামী ২৩ অক্টোবর বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা হয়ে সরাসরি কক্সবাজার যাবেন।

শুক্রবার (২০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

সেখানে রোহিঙ্গাদের দুর্দশা স্বচক্ষে দেখবেন, কথা বলেন, শুনবেন কীভাবে মিয়ানমার সেনারা তাদের ওপর নির্মম অত্যাচার করেছে।

এরআগে গত ০৭ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশের কক্সবাজারে আসেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এসময় তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে দেখার পর দেশটির ফার্স্ট লেডি জানিয়েছেন মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের পাশে থাকবে তুরস্ক।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
কেজেড/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।