ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাস্তায় গাছ উপড়ে প্রাণ গেলো অটোরিকশা চালকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
রাস্তায় গাছ উপড়ে প্রাণ গেলো অটোরিকশা চালকের

রাজশাহী: রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় অবস্থিত বিএনসিসি অফিসের সামনের রাস্তায় গাছ উপড়ে কোরবান আলী (২৮) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কোরবান আলী রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভোলা বাড়ি এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে। কড়ই গাছ ভেঙে পড়ায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় অটোরিকশায় থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে তিনজন আহত হন।  

আহত যাত্রীরা হলেন- একই এলাকার পারভেজের স্ত্রী হাসি বেগম (৩২), বাবুলের স্ত্রী পারুল (৩০)। এছাড়া ৭ থেকে ৮ বছরের একটি শিশুও আহত হয়েছে। আহতদের মধ্যে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুই আহত হাসি বেগম ও পারুলকে ভর্তি করা হয়েছে।  

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে জানান, স্থানীয়রা সন্ধ্যা পৌনে ৬টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এরপরে তারা লক্ষ্য করেন একটু আগে দাঁড়িয়ে থাকা কড়ই গাছটি রাস্তার মাঝ বরাবর পড়ে আছে। তার নিচে চাপা পড়ে আছে একটি অটোরিকশা।  

এ সময় স্থানীয়রা ছুটে গিয়ে গাছের নিচে চাপা পড়া অটোচালক ও যাত্রীদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান। তবে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মারা যান।  

ওসি আমান উল্লাহ আরো বলেন, শালবাগান এলাকায় গাছ উপড়ে পড়ে কোরবান আলী নামের ওই অটোরিকশা চালক নিহতের ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে।  

এদিকে, ওই ঘটনার পর রাজশাহী-নওগাঁ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশেই বিকল্প রাস্তা দিয়ে কিছু সময় পর যানবাহন চলাচল শুরু হয়।  

রাজশাহী দমকল বিভাগের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে দমকল বিভাগের কর্মীরা সন্ধ্যার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে গাছটি সরিয়ে ফেলেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।