শুক্রবার (২০ অক্টোবর) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করেন।
মাসুম বিল্লাহ-রেজাউল পরিষদ এবং আসিফ-শফিউল পরিষদ ছাড়াও বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নেন।
জাতীয় সংসদ সচিবালয়ের বিঅ্যান্ডআইটি উইং-এর মহাপরিচালক, যুগ্ম সচিব শাহানা আখতার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
ফলাফলে ২৭টি পদের মধ্যে মাসুম বিল্লাহ-রেজাউল পরিষদ ২২টি পদে জয় লাভ করে। আসিফ-শফিউল পরিষদ থেকে প্রচার সম্পাদক ও সদস্য পদে মোট ৪ জন এবং ১ জন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হন।
নির্বাচিত প্রার্থীরা সবার সহযোগিতায় আবাসিক কমপ্লেক্সের পরিবেশ সামগ্রিকভাবে সুন্দর ও সুষ্ঠু রাখার প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এসএম/আরআর