শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠির নলছিটি পৌরসভা মিলনায়তনে জেলেদের ২০ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।
নলছিটি পৌরসভার মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহআলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির।
ইলিশের প্রজনন মৌসুমের নিষিদ্ধ সময়ে ২২ দিন ইলিশ না ধরায় শিল্পমন্ত্রী নলছিটি পৌরসভার ১৪৫ জন জেলেকে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এমএস/এএ