ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
কসবায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধে কসবা থানার চার পুলিশ সদস্যও আহত হন।

শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বীনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়।  

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এলাকাবাসীর মাধ্যমে তাদের কাছে খবর আসে বীনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামের একটি নির্জন রাস্তার মোড়ে মুখোশ পরা অবস্থায় একদল ডাকাত বাড়িঘরে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নিয়েছে।

এমন খবর পাওয়ার পর পুলিশের দুটি টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে বীনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে যায়।

এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কয়েক মিনিটের এই বন্দুকযুদ্ধ চলাকালে ডাকাতদের হামলায় পুলিশের চার সদস্য আহত হন।  

পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, দুটি রামদা, দুটি মুখোশ, একটি ছুরি এবং মুখোশ পরা অবস্থায় অজ্ঞাত পরিচয়ধারী এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।