শনিবার (২১ অক্টোবর) সকাল থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর আগে শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১১টা থেকে লঞ্চ ও স্পিডবোট এবং রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, বৈরী আবহাওয়া ও পদ্মার তীব্র ঢেউয়ের কারণে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত থেকেই নৌরুট ফেরি চলাচলে অনুপযোগী হয়ে পড়ে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। ঘাট এলাকায় ৭ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। আবহাওয়ার বৈরীভাব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে। ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।
বিআইডব্লিউটিএ’র নৌ ট্রাফিক ইন্সপেক্টর মো. সোলেমান বাংলানিউজকে জানান, সকাল থেকেই বৈরী আবহাওয়া এবং পদ্মার তীব্র ঢেউয়ের কারণে বন্ধ রাখা রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। লঞ্চ ঘাট এলাকায় যাত্রীদের ভীড় বাড়তে শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
আরএ