শনিবার (২১ অক্টোবর) বেলা ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি সৈয়দপুর শহরের বানিয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে এবং স্বর্ণের দোকানের কারিগর।
এলাকাবাসী জানায়, এলাকার স্বর্ণের কারিগর আসাদুলের সঙ্গে প্রায় ৬ মাস আগে বিয়ে হয় রাবেয়া খাতুনের (১৬)। তাদের ধারণা, স্ত্রীর পরকীয়ার কারণে শুক্রবার (২১ অক্টোবর) রাতের কোনো এক সময় আসাদুলকে হত্যা করে ঘরের তীরের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখা হয়।
খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
আরএ