নিহত জাহিদ কিশোরগঞ্জের বায়েজিদপুর থানার পাতালচর এলাকার সুমন মিয়ার ছেলে।
শনিবার (২১ অক্টোবর) ভোরে ওই এলাকায় নিহতের নানার বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বসুগাঁও পূর্বপাড়া এলাকায় মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে আসে জাহিদ। শুক্রবার (২০ অক্টোবর) রাতে মা ও খালাদের সঙ্গে সে ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে ভোরে পাশের একটি মাটির ঘরের দেয়াল তাদের ঘরের উপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যায়। আহত হন তার মা রিনা খাতুন (৩৫) এবং দুই খালা রুনা খাতুন (৩০) ও রেহানা খাতুন।
আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে ওই শিশুটি মারা গেছে। নিহতের মরদেহ বসুগাঁও পুবপাড়া এলাকায় তার নানার বাড়িতে রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আরএস/জেডএস