শনিবার (২১ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
লালন নীলফামারী জেলা সদরের বাবড়িঝাড় হাজীপাড়া এলাকার হাচিনুলের ছেলে।
আহতরা হলেন- মিজান (২৫), রতন (২২) ও দীনবন্ধু (২৮)। তাদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে লালন, মিজান, রতন ও দীনবন্ধু একটি ইজিবাইক নিয়ে সৈয়দপুর থেকে নীলফামারী যাচ্ছিলেন। তারা সরকারপাড়া এলাকায় পৌঁছালে একটি গাছ ইজিবাইকটির ওপর ভেঙে পড়ে। এতে লালন ঘটনাস্থলেই নিহত ও তিন জন আহত হন।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এনটি