শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর ঘুরে দেখা গেছে, মতিঝিলের প্রধান সড়ক ছাপিয়ে অনেক ভবনের নিচেও পানি ঢুকে গেছে। শাপলা চত্বর থেকে নটরডেম কলেজ হয়ে আরামবাগ সড়ক ও কমলাপুর রেলস্টেশনের চারপাশও পানিবন্দি।
ফায়ার সার্ভিস জানায়, জেমিনি বিশেষ বোট দিয়ে পানিবন্দি মানুষকে পারাপারে সহায়তা করছেন কর্মীরা। কোথাও বেশি সমস্যা হলে পানি নিষ্কাশনেও কাজ করছেন তারা।
শাপলা চত্বর থেকে ফকিরাপুলের দিকে যানবাহন ও গণপরিবহন কম। থৈ থৈ পানিতে বেড়েছে রিকশার আধিক্য। হাঁটু পানি ঠেলে চলাচল করছে রিকশাগুলো। পল্টন থেকে কমলাপুর পর্যন্ত ৮০ টাকা ভাড়া চাচ্ছেন রিকশাচালকেরা।
অশেষ দুর্ভোগে পড়ে গেছেন এসব রুটের কর্মস্থল থেকে বাড়িমুখো ও বিভিন্ন প্রয়োজনে বের হওয়া যাত্রীরা।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এমআইএস/এএসআর