সেতুর নিচে সংস্কার করার পর সকাল সাড়ে ১০টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ে ডিআরএম অসীম কুমার তালুকদার বাংলানিউজকে জানান, নিম্নচাপরে কারণে অতিবৃষ্টি হওয়াতে পাবনার চাটমোহরে ২১ নম্বর সেতুর নিচের মাটি সরে গিয়ে রেললাইন দেবে যায়।
তিনি আরও জানান, সকালে এ রুটে রংপুর এক্সপ্রেস ও ঈশ্বরদী থেকে ছেরে আসা একটি মেইল ট্রেন চাটমোহর স্টেশনে থামিয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়। পরে বিভাগীয় রেল কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে সকাল সাড়ে আটটার দিকে সংস্কার কাজ শুরু করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা সেতুটির নিচে সংস্কার কাজ করে ট্রেন চলাচল সাভাবিক করা হয়।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসএইচ/এসআই/টিএ