ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২২ অক্টোবর) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

তিনি জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের রসায়ন বিভাগে একটি কক্ষে ‘ই’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে রবিউল ইসলামকে আটক করেন দায়িত্বরত শিক্ষকরা।

 রবিউলের বাড়ি জামালপুর সদর উপজেলার চন্দ্রা এলাকায় তিনি আব্দুল মতিন নামে এক ভর্তিচ্ছুক শিক্ষার্থীর বদলে পরীক্ষা দিচ্ছিলেন। বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।