দিবসটি উপলক্ষে রোববার (২২ অক্টোবর) সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহর ঘুরে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ফরহাদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সড়ক বিভাগের নির্বহী প্রকৌশলী জিয়াউল হায়দার বক্তব্য দেন।
বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন তারা।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
আরআর