ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর দর্শনটাই বাংলাদেশ

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
বঙ্গবন্ধুর দর্শনটাই বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান কেবল স্বাধীনতার স্থপতিই নন, তিনি ছিলেন একজন দার্শনিক। আর তার দর্শনটাই বাংলাদেশ। যার কারণে আমরা বিশ্বের বুকে পেয়েছি স্বতন্ত্র পরিচয়। 

রোববার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে জাতীয় নীতি-নির্ধারণী পর্যায়ের ব্যক্তিত্বদের দুই সপ্তাহব্যাপী বার্ষিক ক্যাপস্টোন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

কোর্সে সংসদ সদস্য, সচিব, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, পুলিশ, আর্থিক খাতের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, শিল্পপতি, গণমাধ্যম ব্যক্তিসহ ৩৫ জন ফেলো অংশ নেন।

 
 
ছবি: বাংলানিউজঅনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে একটি সমন্বিত ও সহযোগিতামূলক কাঠামো গঠনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা এবং উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
জেডআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।