ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসে  ‘বেস্ট পোস্টার’ অ্যাওয়ার্ড পেলেন সুমাইয়া সমাজী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
প্রবাসে  ‘বেস্ট পোস্টার’ অ্যাওয়ার্ড পেলেন সুমাইয়া সমাজী প্রবাসে  ‘বেস্ট পোস্টার’ অ্যাওয়ার্ড পেলেন সুমাইয়া সমাজী

ঢাকা: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে অসামান্য কৃতিত্বের জন্য চলতি বছর আমেরিকার ফ্লোরিডায় অনুষ্ঠিত ওয়ার্কশপ ফর উইমেন ইন হার্ডওয়্যার অ্যান্ড সিস্টেমস সিকিউরিটি (ডব্লিউআইএসই) সম্মেলনে ’বেস্ট পোস্টার’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি মেয়ে সুমাইয়া সমাজী।

সুমাইয়া সমাজী ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ফ্লোরিডা ইনস্টিটিউট ফর সাইবার সিকিউরিটি (এফআইসিএস) বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। তিনি বাংলাদেশ সুপ্রীমকোর্টের প্রখ্যাত আইনজীবী, ঢাকা মহানগরের সাবেক পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজীর মেয়ে।

ইঞ্জিনিয়ারিংয়ে নারীদের অবস্থান তুলে ধরতে, তাদের উদ্ভাবন ও গবেষণাপত্র মূল্যায়নে প্রতিবছর ডব্লিউআইএসই সম্মেলনের আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি। সম্মেলনে কলেজ, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পেশাদারিত্ব বৃদ্ধিতে একত্রিত করায় এ সম্মেলনের লক্ষ্য।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 'Sumaiya Shomaji wins Best Poster!' শিরোনামে এ সংক্রান্ত খবরটি প্রকাশ করা হয়েছে। লিঙ্ক- http://fics.institute.ufl.edu/sumaiya-shomaji-wins-best-poster/ 
সুমাইয়ার পোস্টারের শিরোনাম ছিল, A Wearable Carotid Ultrasound Assembly for Health Care and Biometric Security, illustrates a pioneering way to detect cardiovascular diseases. যেটি কার্ডিওভাসকুলার রোগ নির্ণয় ও কার্ডিওভাসকুলারের আগাম ঘটনাগুলোর পূর্বাভাসের জন্য কার্যকর মার্কার হিসেবে কাজ করবে।  

সুমাইয়ার বাবা অ্যাডভোকেট এহসানুল হক সমাজী বাংলানিউজকে বলেন, মেয়ের কৃতিত্বে আমি খুব খুশি। আমার বিশ্বাস প্রবাসে সে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।  

গবেষণাকর্মে সমর্থন ও সহায়তার জন্য তার মেয়ের অ্যাডভাইজার ড. ডোমেনিক ফোর্টে ও ড. স্বরূপ ভুনিয়াসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এমআই/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।