ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে কৃষি উপকরণ ও গো-খাদ্য বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
বদরগঞ্জে কৃষি উপকরণ ও গো-খাদ্য বিতরণ বদরগঞ্জে কৃষি উপকরণ ও গো-খাদ্য বিতরণ, ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের বদরগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মাছ চাষি ও দুগ্ধ খামারিদের মাঝে কৃষি উপকরণ, মাছের খাবার ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি), কেন্দ্রীয় ও রংপুর জেলা শাখার আয়োজনে ওই সব বিতরণ করা হয়।

কেআইবির সভাপতি কৃষিবিদ তৌহিদুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি কৃষিবিদ খন্দকার গোলাম ফারুক বিপিএম পিপিএম।

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেআইবি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ আবু সায়েম, কেআইবি রংপুরের সহ-সভাপতি জিল্লুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল আলম পারভেজ, উপ-সহকারী কৃষি অফিসার (উদ্ভিদ সংরক্ষণ) কনক রায়, কৃষক রবিউল ইসলাম প্রমুখ।

একশ’ ৩৫ জন ক্ষতিগ্রস্ত কৃষক, মাছ চাষি ও দুগ্ধ খামারিদের মাঝে সবজি বীজ-সার, মাছের খাবার ও গো-খাদ্য বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।