রোববার (২২ অক্টোবর) সকালে ওই এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ডিবি পুলিশ পরিচয়ে আলমগীর হোসেন এই এলাকার কয়েকজন দোকানিকে ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিলো।
পরে জিজ্ঞাবাদে জানা যায়, ডিবি পুলিশের ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে টাকা আদায় করতো আটক আলমগীর হোসেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, আটক আলমগীর হোসেন বগুড়ার সাড়িয়াকান্দা এলাকার মোখলেছুর রহমানের ছেলে ও আশুলিয়ার উত্তর গাজিরচটের হাজী আহমদ আলীর বাড়ির ভাড়াটিয়া।
তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
ওএইচ/