ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খোয়াই এর পানি বাড়ছেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
খোয়াই এর পানি বাড়ছেই খোয়াই নদী। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় খোয়াই নদীর চুনারুঘাটের বাল্লা পয়েন্টে এ রিডিং পরিমাপ করে পানি উন্নয়ন বোর্ড। এ সময় হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে পানি ছিল বিপদসীমার ১৭৫ সেন্টিমিটার ওপরে।

এর আগে রোববার সকাল ৯টায় বাল্লাতে ২২০ ও হবিগঞ্জের মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল খোয়াই নদীর পানি।

পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত বাংলানিউজকে জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে শনিবার দিনগত রাত ১২টার পর থেকে খোয়াই নদীর পানি বাড়তে শুরু করে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।