রোববার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় খোয়াই নদীর চুনারুঘাটের বাল্লা পয়েন্টে এ রিডিং পরিমাপ করে পানি উন্নয়ন বোর্ড। এ সময় হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে পানি ছিল বিপদসীমার ১৭৫ সেন্টিমিটার ওপরে।
এর আগে রোববার সকাল ৯টায় বাল্লাতে ২২০ ও হবিগঞ্জের মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল খোয়াই নদীর পানি।
পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত বাংলানিউজকে জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে শনিবার দিনগত রাত ১২টার পর থেকে খোয়াই নদীর পানি বাড়তে শুরু করে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
জেডএম/