ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন আলোচনা সভা-ছবি-বাংলানিউজ

মৌলভীবাজার: ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই স্লোগানে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

রোববার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।  

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম, বিআরটিএর সহকারী পরিচালক মু. হাবিবুর রহমান, শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেব।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।