রোববার (২২ অক্টোবর) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা সভাপতি ও জয়পুরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক গোলাম আজম।
এসময় উপস্থিত ছিলেন- জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মোফাখখারুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়া, সহকারী অধ্যাপক ও জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, সহকারী অধ্যাপক আবু সাঈদ প্রমুখ।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারা বলেন, জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের নন-ক্যাডার করে তাদের চাকরি স্ব স্ব কলেজে স্থায়ী করতে হবে। এছাড়া এ সংক্রান্ত আদেশ জারির আগেই বিধিমালা প্রণয়ন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
টিএ