ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সিলেটে র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
জাতীয় নিরাপদ সড়ক দিবসে সিলেটে র‌্যালি জাতীয় নিরাপদ সড়ক দিবসে সিলেটে র‌্যালি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই স্লোগানে জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষে সিলেটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসনের কার‌্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের করা হয়।

র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

বিআরটিএ সিলেটের উপ পরিচালক (ইঞ্জিন) মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।

রাহাত আনোয়ার বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দুর্ঘটনারোধে চালক-মালিক ও যাত্রীসাধারণের সচেতন হতে হবে।

এসময় সিলেটের বিভিন্ন জরাজীর্ণ সড়কের সংস্কার ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানো এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের অনুরোধ জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু শাফায়াত মো. শহিদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, পুলিশ সুপারের প্রতিনিধি তপন তালুকদার, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেটের সভাপতি এম. বাবর লস্কর, মহানগর শাখার আহ্বায়ক এম. ইকবাল হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলী, মহানগর শাখার সদস্য সচিব আব্দুল হাদী পাবেল।

এসময় উপস্থিত ছিলেন- নিসচা’র উপদেষ্টা জহিরুল ইসলাম মিশু, শেখ তোফায়েল আহমদ শেপুল, আব্দুর রহমান, কামরুল ইসলাম, কবির আহমদ খান, সেলিম চৌধুরী, মাহমুদ হোসেন খান, রাশেদুজ্জামান রাশেদ।

এছাড়া র‌্যালিতে চালক, মালিক ও স্কাউটসহ বিভিন্ন পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।