ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
কিশোরগঞ্জে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রস্তাবিত জাতীয়করণ কলেজগুলোর শিক্ষকদের নন-ক্যাডার করার দাবি জানিয়েছে কিশোরগঞ্জ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

রোববার (২২ অক্টোবর) দুপুরে এ উপলক্ষ্যে গুরুদয়াল সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে কলেজ ইউনিট।

এতে সভাপতিত্ব করেন গুরুদয়াল সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি মো. জাকিরুল ইসলাম আকন্দ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কলেজ ইউনিটের কেন্দ্রীয় কমিটির আইন সচিব এএসএম এমদাদুল কবীর, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. মজিবুর রহমান, জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্দুল হক, কলেজ ইউনিটের সহ সভাপতি নিশরাত বেগম, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. মোফাজ্জল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা প্রস্তাবিত জাতীয়করণ কলেজসমূহের শিক্ষকদের নন-ক্যাডার করার দাবি জানান। তাদের দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে শিক্ষক নেতারা জানান।

এ সময় মিডিয়ার প্রতিনিধি ও কলেজের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।