তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, হাজার হাজার হেক্টর রোপা আমন ও শীতকালীন সবজির ক্ষেত।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদ সীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আকস্মাৎ অকালের এ বন্যার কারণে পরশুরামের সঙ্গে ফুলগাজীর সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম বাংলানিউজকে জানান, ফুলগাজীর মুহুরী ও সিলোনিয়া নদীর ভেঙে যাওয়া বাঁধের স্থান দিয়ে পানি প্রবেশ করে উপজেলার সদর ইউনিয়নের নিলক্ষি, গোসাইপুর, উত্তর শ্রীপুর, দেড়পাড়া, শাহাপাড়া, ঘনিয়ামোড়া, বাসুরা, মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর, করইয়া ও বদরপুর গ্রামসহ প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয় লোকজন বলছে, এসব গ্রামের শতাধিক মাছের খামার ও পুকুর ডুবে লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে। নষ্ট হয়েছে হাজার হাজার হেক্টর আমন ধান ও শীতকালীন সবজির ক্ষেত।
এদিকে পরশুরামের মূহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৫ টি স্থানে বাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।
উপজেলার মির্জানগর ইউনিয়নে একটি, চিথলিয়া ইউনিয়নে ২টি, বক্সমাহমুদ ইউনিয়নে ২ টি স্থানে ভেঙে গেছে বাঁধ।
বন্যায় পানিতে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, পুকুরের মাছ ও শীতকালীন সবজির ক্ষেত তলিয়ে গেছে। পরশুরাম-বিলোনিয়া সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।
নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম জানান, বৃষ্টি পুরোপুরি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামতের কাজ শুরু হবে। বৃষ্টি আর পানির চাপ না কমা পর্যন্ত বাঁধ মেরামতের কাজে হাত দেওয়া যাবে না।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসএইচডি/এমএ