ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে দুই সহোদরকে এসিড নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
লালমনিরহাটে দুই সহোদরকে এসিড নিক্ষেপ লালমনিরহাটে এসিড দগ্ধ ফরহাদ

লালমনিরহাট: প‍ূর্ব শত্রুতার জের ধরে লালমনিরহাটের কালীগঞ্জে মাদ্রাসা ছাত্রসহ দুই সহোদরকে এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে বলে অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।

শনিবার (২১ অক্টোবর) দিনগত গভীর রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের চৌপতি মোড় এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, চৌপতি মোড় এলাকার আবুল কালামের ছেলে ফরহাদ হোসেন (২৪) ও তার চাচাত ভাই জাহাঙ্গীর আলমের ছেলে নুর হক (১৫)।

নুর হক স্থানীয় গোড়ল দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, ৭/৮ বছর আগে তাদের প্রতিবেশী গজোল উদ্দিনের মেয়ে তানজিলা আক্তার অপহরণ মামলায় এজাহার নামীয় আসামি ফরহাদ হোসেন হাজতবাস করেন কিছু দিন। এরপর জামিনে মুক্ত হয়ে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি নেন ফরহাদ।

ওই মামলায় রোববার (২৩ অক্টোবর) আদালতে হাজিরা দেয়ার জন্য শনিবার রাতে বাড়ি ফেরেন ফরহাদ। এরপর চাচাত ভাই নুর হকসহ ঘুমিয়ে পড়েন। হঠাৎ ভোর রাতে দুইজন মুখোশধারী লোক তাদের ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

এসময় চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রোববার দুপুরে চিকিৎসকরা ফরহাদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

আহত ফরহাদের বাবা আবুল কালাম বাংলানিউজকে বলেন, মিথ্যা মামলা করে হয়রানি করে ব্যর্থ হয়ে গজোল উদ্দিনের ছেলে সবুজ মিয়া ফরহাদকে মেরে ফেলতে এসিডে ঝলসে দিয়েছে। আমি এর বিচার দাবি চাই।

তবে অভিযুক্ত গজোল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে বলেন, তার ছেলে সবুজ লম্পট হলেও এমন কাজ করতে পারে না।
 
কালীগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব বাংলানিউজকে বলেন, ফরহাদের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যাওয়ায় তাকে রংপুরে পাঠানো হয়েছে। অপরজনকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এসিড নিক্ষেপের ঘটনাটি শুনে হাসপাতালে দগ্ধদের খোঁজ খবর নেয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।