ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভারতের সঙ্গে জ্বালানি ও তথ্য বিষয়ে চুক্তি সই 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
ভারতের সঙ্গে জ্বালানি ও তথ্য বিষয়ে চুক্তি সই  ছবি: বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জ্বালানি ও তথ্য বিষয়ে ভারতের সঙ্গে দু্ইটি চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের মধ্যে চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে রোববার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এ দুই চুক্তি সই হয়।

এর আগে জেসিসি বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নেতৃত্ব দেন।

এ সময় দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বৈঠকে অংশ নিতে রোববার দুপুরে দুইদিনের সফরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় আসেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তিনি।

আরও পড়ুন>> 
** 
বাংলাদেশ-ভারত যৌথ কমিশনের বৈঠক শুরু

আর রাতে হোটেল সোনাগাঁওয়ে বিএনপি চেয়ারপাসন খালেদার জিয়ার সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা। বৈঠক করবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও।  

সফর সূচি অনুযায়ী, সোমবার (২৩ অক্টোবর) সকালে বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সুষমা স্বরাজ।  

এছাড়া ভারতের অর্থায়নে বাস্তবায়িত ১৫টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে পিরোজপুরের ভাণ্ডারিয়ার একটি প্রকল্পও রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
কেজেড/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।