রোববার (২২ অক্টোবর) সকালে ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বটতলী গ্রামে এ ঘটনা ঘটে। মোস্তফা ওই গ্রামের মৃত চৈতা মাহমুদের ছেলে।
মোস্তফার পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোস্তফা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বাংলানিউজকে জানান, পরিবারের কোনো অভিযাগে না থাকায় মোস্তফার মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। হয়। তবে এ ঘটনায় একটি জিডি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
টিএ