ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
বরিশালে কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: নানা আয়োজনে বরিশালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২২ অক্টোবর) সকালে শহরের বগুড়া রোডে জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগারে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

পরে সেখানে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। পরিষদের বরিশাল শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোশতাক আল মেহেদীর সভাপতিত্বে সভায় পাপিয়া জেসমিন, তৌফিক মারুফ, সুভাষ দাস নিতাই প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ সারথি।  

সভা শেষে কাজী সেলিনা, শোভন কর্মকার কৃষ্ণ, আতিকুর রহমান হিমু কবির কবিতা আবৃত্তি করেন।  

এদিকে ‘আড্ডা ধানসিঁড়ি’র আয়োজনে জীবনানন্দ দাশকে নিবেদিত করে কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।