পরে সেখানে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। পরিষদের বরিশাল শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোশতাক আল মেহেদীর সভাপতিত্বে সভায় পাপিয়া জেসমিন, তৌফিক মারুফ, সুভাষ দাস নিতাই প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ সারথি।
সভা শেষে কাজী সেলিনা, শোভন কর্মকার কৃষ্ণ, আতিকুর রহমান হিমু কবির কবিতা আবৃত্তি করেন।
এদিকে ‘আড্ডা ধানসিঁড়ি’র আয়োজনে জীবনানন্দ দাশকে নিবেদিত করে কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এমএস/এমএ