রোববার (২২ অক্টোবর) বিকেলে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একদল সদস্য এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন- মাধবপুর বাসস্ট্যান্ডের পাশ্ববর্তী দি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারি উপজেলার আলীনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৮), একই এলাকার মৃত ইনু মিয়ার ছেলে আজিজ মিয়া (২৮) ও মৃত আশু মিয়ার ছেলে রকিবুল আলম (৩২)।
বিমান চন্দ্র কর্মকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই হাসাপাতালে অভিযান চালানো হয়। অভিযানকালে হাসপাতালের তৃতীয় তলা থেকে দুই হাজার ১০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেম সময়: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এনটি