খালেদা জিয়া ও সুষমা স্বরাজের মধ্যে পৌনে একঘণ্টা বৈঠক শেষে হোটেল সোনারগাঁওয়ে রোববার (২২ অক্টোবর) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া ও সুষমার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে।
‘বৈঠকে মূলত দু’টি বিষয় নিয়ে আলোচনা হয়। এর একটি রোহিঙ্গা ইস্যু। খালেদা জিয়া বলেছেন- রোহিঙ্গা সঙ্কটের অবসান করা প্রয়োজন। নিরাপদ পরিবেশ তৈরি করে তাদের নিজ দেশে ফেরাতে হবে। এ কথা শুনে সুষমাও একমত হয়েছেন। ’
সুষমা স্বরাজ বলেছেন, ‘আমরাও (ভারত) চাই রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফেরত যাক। ভারত মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে। চাপ অব্যাহত রেখেছে গোটা বিশ্বও। ভারত আশা করে রোহিঙ্গারা নিরাপদ পরিবেশে নিজ দেশে ফেরত যাবে। ’
এছাড়া বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ও আগামী নির্বাচন নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও নির্বাচন নিয়ে খালেদা কথা বলেছেন। সুষমাও তা শুনেছেন।
আরও পড়ুন>>
** বৈঠকে খালেদা-সুষমা
‘তারা (ভারত) মনে করে-ভারত একটি গণতান্ত্রিক দেশ। তারাও চান অন্যান্য দেশ-বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে গণতান্ত্রিক চর্চা থাকুক। গণতান্ত্রিক পদ্ধতিতেই সরকার নির্বাচিত হোক। একই সঙ্গে ভবিষ্যত নির্বাচনও যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে আশা প্রকাশ করেন সুষমা। ’
৪৫ মিনিট দীর্ঘ বৈঠকে খালেদা-সুষমার মধ্যে একান্তে কোনো বৈঠক হয়নি বলেও জানান দলটির মহাসচিব।
এর আগে রাত ৮টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে খালেদা-সুষমার মধ্যে বৈঠক সাড়ে ৮টায় শেষ হওয়ার কথা। সে অনুযায়ী সাড়ে ৮টার আগেই হোটেল সোনারগাঁওয়ে চলে আসেন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। পরে তাদের বৈঠক হয়।
দু’দিনের সফরে রোববার দুপুরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যোগ দেন তিনি। এর আগে এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুষমা।
সফর সূচি অনুযায়ী, সোমবার (২৩ অক্টোবর) সকালে বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সুষমা স্বরাজ।
এছাড়া তিনি ভারতের অর্থায়নে বাস্তবায়িত ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সোমবার বিকেলে সুষমার ঢাকা ত্যাগ করার কথা।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
কেজেড/এমএ