রোববার (২২ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন।
পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সংসদ সদস্য সাহারা খাতুন, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এএফএম মেজবাহ উদ্দিন, মনসুরুল হক চৌধুরী, সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, আফজাল হোসেন, এএম আমিনউদ্দিন, লায়েকুজ্জামান মোল্লা, ড. বশির আহমেদ, সংসদ সদস্য মাহবুব আলী, সংসদ সদস্য সানজীদা খানম, সংসদ সদস্য হোসনে আরা বাবলী।
বক্তব্যে আবদুল বাসেত মজুমদার বলেন, হাইব্রিড আর লো ব্রিড বুঝি না, অব্যশাই যাচাই-বাছাই করে সদস্য সংগ্রহ করতে হবে। আমাদের অগ্রযাত্রা আজ শুরু হয়ে চলবে আগামী ১৫ দিন পর্যন্ত। আমাদের এ অগ্রযাত্রা চলছে সবাই মিলে ঐক্য হওয়ার কারণে। আমাদের অনৈক্যের কারণে এতোদিন সুপ্রিম কোর্টসহ দেশের প্রায় সব বারেই অন্যের দখলে ছিল। আমরা ঐক্য গড়েছি এবার দেশের প্রতিটি বারে আমরা বিজয়ী হবো।
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
ইএস/আরবি/