ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় আশার ম্যানেজার নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
খুলনায় সড়ক দুর্ঘটনায় আশার ম্যানেজার নিহত

খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় বেসরকারি সংস্থা আশার সহকারী ম্যানেজার রফিকুল ইসলাম নিহত হয়েছেন।
 

রোববার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে জেলার ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বাংলানিউজকে জানান, খুলনার খালিশপুর এলাকায় থাকেন রফিকুল।

রাতে মোটরসাইকেলে করে খুলনা থেকে ডুমুরিয়া যাবার পথে কৈয়া ব্রিজ এলাকায় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি পড়ে যান। এসময় পেছন থেকে একটি বাস অথবা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।