রোববার (২২ অক্টোবর) বিকেল থেকে সদর উপজেলার নারায়ণপাড়ার পালী আদিবাসী খাটাকোবা বুড়িকালী মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারো এ উৎসব ও মেলার আয়োজন করেছে আদিবাসী সংঘ জয়পুরহাট জেলা শাখা।
‘ধর্ম যার যার উৎসব সবার’ স্লোগানকে সামনে রেখে এ উৎসব ও মেলার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী।
এসময় সভাপতিত্ব করেন আদিবাসী সংঘ জয়পুরহাট জেলা শাখার সভাপতি কার্তিক সিং।
উত্তবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা আদিবাসী সাংস্কৃতিক দল তাদের ঐতিহ্য তুলে ধরে বিচিত্রগীতি ও নৃত্য পরিবেশন করে। এছাড়া উৎসবে আদিবাসী ভাষায় রচিত গীতিনৃত্য ও নাট্যানুষ্ঠান পরিবেশিত হয়।
বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আরবি/