ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কীর্তনখোলা থেকে ড্রেজার জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
কীর্তনখোলা থেকে ড্রেজার জব্দ

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি লোড ড্রেজার জব্দ করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা সংলগ্ন কীর্তনখোলা নদীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মেসার্স তানভীর লোড ড্রেজারের মালিক আব্দুস সত্তারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি ড্রেজারের দুই শ্রমিক জসিম ও সোহেলকে সাতদিন করে কারাদণ্ড দেয়া হয়।

সন্ধ্যায় সদর উপজেলার ভূমি কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী এনামুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।