ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি-পানছড়ি সড়কে চলছে অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
খাগড়াছড়ি-পানছড়ি সড়কে চলছে অবরোধ খাগড়াছড়ি-পানছড়ি সড়কে চলছে অবরোধ, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় সদস্য রূপায়ন চাকমাসহ পাঁচজনকে অপহরণ ও শারীরিক নির্যাতনের পর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে ঢিলেঢালাভাবে চলছে অবরোধ।

সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে সন্ধ্যা পর্যন্ত।

এর আগে ২০ অক্টোবর গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় সদস্য রূপায়ন চাকমা ও পানছড়ি উপজেলা সহ-সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে অপহরণ ও শারীরিক নির্যাতনের পর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এ অবরোধ ঘোষণা করে গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা কমিটি।

সরেজমিনে দেখা যায়, এদিন অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে পানছড়ির যান চলাচল বন্ধ রয়েছে। তবে সড়কে ইজিবাইক ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অবরোধের সমর্থনে  কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।