ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মনু নদীর বেড়িবাঁধে নতুন করে ২ জায়গায় ভাঙন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
মনু নদীর বেড়িবাঁধে নতুন করে ২ জায়গায় ভাঙন মনু নদীর বেড়িবাঁধে ভাঙন-ছবি-বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুর ও রাজনগর উপজেলার কালাইকোনায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। মনু নদীর পানি বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) ভোরে কালাইকোনায় এবং নিশ্চিন্তপুরে রোববার (২২ অক্টোবর) রাত ৯টায় বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।

কালাইকোনা এলাকার বাসিন্দা দুলন দেব অভিযোগ করে বাংলানিউজকে জানান, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্টদের গাফিলতিতেই বাঁধটি ভেঙেছে। এলাকাবাসী নিজ উদ্যোগে মাটি দিয়ে বাঁধটি মেরামত করেছিল। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি।

কামারচাক ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ বাংলানিউজকে জানান, কামারচাক ইউনিয়নের কালাইকোনায় বেড়িবাঁধ ভেঙে ইতোমধ্যে অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পানি জমে থাকলে ইউনিয়নের অনেক কৃষিক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে।

নিশ্চিন্তপুর এলাকার বুরহান উদ্দিন বাংলানিউজকে বলেন, দ্বিতীয় দফায় এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড সঠিকভাবে বাঁধগুলো মেরামত করলে এমন হতো না। তিনি আক্ষেপ করে বলেন, এলাকার মানুষ এখন কি খেয়ে বাঁচবে, দু’বার ফসল পানিতে তলিয়ে গেল।

শরীফপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলী বাংলানিউজকে জানান, শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর দিয়ে প্রায় ২শ’ ফুট বাঁধ ভেঙে গিয়ে ফসল পানিতে তলিয়ে গেছে।  

পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মখলিছুর রহমান তালুকদার দুটি স্থানে নতুন করে ভাঙনের কথা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

রোববার (২২ অক্টোবর) কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম (লালবাগ) এলাকায় এবং শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদীর বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।