ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ২ বাসায় ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
টঙ্গীতে ২ বাসায় ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে দুই বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে পাঁচ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে ডাকাতরা।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় হামলায় তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন হোসেন মার্কেট এলাকার বাসিন্দা মনিরুজ্জামান ভূঁইয়ার ছেলে নাবিল (১৭), মেয়ে মাহদিয়া (১০) ও কাজের মেয়ে নার্গিস (১৫)।

বাড়ির মালিক মো. মনিরুজ্জামান ভূঁইয়া বাংলানিউজকে জানান, এক ব্যক্তি তার বড় ভাই মোয়াজ্জেম হোসেন ভাইয়ের খোঁজ জানতে বাসার ভেতরে প্রবেশ করেন। পরে আরো ১৪/১৫জন অস্ত্র হাতে ডাকাত প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে হাত-পা ও মুখ বেঁধে ও মারধর করে একটি রুমে আটকে রাখে। এসময় তারা আলমারির তালা ভেঙে সাড়ে তিন লাখ টাকা ও ৪৫ ভরি স্বর্ণালঙ্কার এবং ভাই মোয়াজ্জেম হোসেনের বাসার আলমারির তালা ভেঙে দুই লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে পালিয়ে যায়।

একপর্যায়ে আমার মেয়ে মুখের বাঁধন খুলে ডাক-চিৎকার শুরু করলে প্রতিবেশিরা এসে আমাদের উদ্ধার করে ।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।