সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনালে বিআরটিসি পরিবহন থেকে এ টাকা জব্দ করা হয়।
বিজিবি জানায়,তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশি টাকার একটি চালান পাচারের চেষ্টা চলছে।
বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার শফিউর রহমান টাকা জব্দের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পাচারকারীরা বিজিবির অভিযানের খবর পেয়ে আগে থেকে পালিয়ে যায়।
জানা যায়, এ পথে এর আগেও ভারতে পাচারের সময় বাংলাদেশি দুই টাকার বিপুল পরিমাণের নোটসহ পাচারকারীরা আটক হয়েছেন। তবে এ দুই টাকার নোট কী কারণে ভারতে পাচার হচ্ছে আটক কেউ স্বীকার করেনি।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এজেডএইচ/এএটি