সোমবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শহরের প্রতাপসাহা রোডের ৪১৫নং হোল্ডিং ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লা রেডক্রস এলাকার হিজর আলীর ছেলে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ (৫০), চাঁদপুরের কচুয়া উপজেলার বিতাড়া গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মাসুদুল ইসলাম (৩৬), বাড়ির মালিক মোহাম্মদ হোসাইন (২৭), চাঁদপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী (৫৫)।
নারী জামায়াত কর্মীরা হলেন- ফেরদৌসী সুলতানা (৪৫), কুলসুমা আক্তার (৪০), ফারহানা আক্তার (৩৫), তাছলিমা বেগম (৩৭), শাহীনা আক্তার (৪৭), মনোয়ারা বেগম (৫৫) ও তাহমিনা খাতুন (৩১)।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রতাপসাহা রোডের মোহাম্মদ হোসাইনের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মোহাম্মদ হোসাইনও জামায়াত নেতা এবং শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এনটি