ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপরে জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. সবুজ বেপারী (৩৩) বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাকরণ এলাকার তৈয়ব আলী বেপারীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১২ নভেম্বর বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ বেপারীকে আটক করে কাউনিয়া থানা পুলিশ। পরে এ ঘটনায় ওইদিনই কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ মো. ফয়সাল আহমেদ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

একই বছরের ডিসেম্বর মাসের ৫ তারিখে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম শাহীন আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। পরে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে সবুজ বেপারীর উপস্থিতিতে আদালত এ রায় দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।