নীলফামারী: ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে নীলফামারীতে সাংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় নীলফামারী জেলা তথ্য অফিস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতি জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) আলমগীর কবির বর্তমান সরকারের ই-সেবায় কতজন উপকৃত হয়েছে সারাদেশের একটি চিত্র তুলে ধরেন। অপরদিকে, নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোয়াইমেনা শারমিন মাল্টিমিডিয়ার মাধ্যমে এ জেলার ই-সেবার কার্যক্রম ও সেবাদানের চিত্র উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক কেরামত আলী, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল, নেজারত ডেপুটি কালেক্টর আবু হাসান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক।
বাংলাদেশ সময়: ২৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।