সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহমেদ শুনানী শেষে এ আদেশ দেন।
জানা যায়, মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভুরঘাটায় আওয়ামী লীগ নেতা সুমন খোন্দকারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগের মামলায় কেন্দ্রীয় বিএনপি’র সহ সম্পাদক আনিসুর রহমান তালুকদার ওরফে খোকন, কালকিনি উপজেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক বেপারী, উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আ. হাই, সাধারণ সম্পাদক সিকদার মুহাম্মদ, সহ সভাপতি সুমন কাজী, দফতর সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার, শামীম মোল্লা, পৌর ছাত্রদল নেতা হাসান হাওলাদার, কিবরিয়া তালুকদার ও চুন্নু মজুমদার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
টিএ