ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে জেলা ব্র্যান্ডিং বিষয়ক প্রেস ব্রিফিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
বাগেরহাটে জেলা ব্র্যান্ডিং বিষয়ক প্রেস ব্রিফিং ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটে জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন ও ‘উদ্ভাবকের খোঁজে’ বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ মামুনুল হাসান।

জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীন হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, জেলা সহকারী তথ্য কর্মকর্তা পাভেল দাস প্রমুখ।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় জেলা ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্, জেলার প্রত্নতাত্তিক নিদর্শনসমূহ, সুন্দরবন, সুন্দরবনের পর্যটন শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া কিশোর বাতায়ন এবং ‘উদ্ভাবকের খোজে’ বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।