সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজার সংলগ্ন মেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
উপেন্দ্রনাথ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
মেলা কমিটির সভাপতি হাসানুল ইসলাম মোহন মুন্সি বাংলানিউজকে বলেন, বাহাদুরপুর বাজার সংলগ্ন মাঠে গাষ্মীর মেলা চলছে। সন্ধ্যায় ওই মেলায় বেলুনের দোকানিদের বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় সিলিন্ডারটি চূর্ণবিচূর্ণ হয়ে মেলার মাঠে জিলাপীর দোকানের কর্মচারী উপেন্দ্রনাথের মাথায় গিয়ে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান।
এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছে বলে জানান তিনি। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
আরএ