খুলনা: খুলনায় শহিদুল ইসলাম ডলার (৪৭) নামের এক বাড়িওয়ালাকে পিটিয়ে হত্যা করেছেন ভাড়াটিয়া বাবু বিশ্বাস। আব্দুল কুদ্দুসের ছেলে শহিদুল ইসলাম ডলার।
সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মহানগরীর ৯ নং মিয়াপাড়া প্রধান সড়কের বাড়িতে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বাড়িওয়ালা শহিদুল ইসলাম ডলার ভাড়াটিয়া বাবু বিশ্বাসের কাছে কয়েক মাসের ভাড়া পান।
সোমবার রাতে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু বিশ্বাস বাড়িওয়ালা ডলারকে পেটান এবং বুকে ও পিঠে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই ঘটনার পর ভাড়াটিয়া বাবু বিশ্বাস পলাতক।
ডলারের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমআরএম/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।