ঢাকা, শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক

সাভার (ঢাকা): সাভারে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। প্রাথমিক আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকার লালন সিএনজি পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ওসি) এফ এম সায়েদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরের দিকে জোরপুল এলাকায় ডাকাত দলের ওই পাঁচ সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় রাতের টহলরত ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

আটকরা সংঘবদ্ধভাবে সাভারের বিভিন্ন স্থানে ডাকাতি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।