ঢাকা, শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

স্ত্রীকে হত্যার ৬ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
স্ত্রীকে হত্যার ৬ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী আটক স্ত্রীকে হত্যার ৬ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী আটক

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে গলাকেটে ও শ্যালিকাকে ছুরিকাঘাত করে স্বামী রফিক মিয়া (১৮)।

সোমবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। ওইদিন দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত ছুরিসহ রফিককে আটক করে পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ব্রাহ্মণবাজারের পাশের বিল থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, কুলাউড়ায় শ্বশুর বাড়িতে গিয়ে ছুরি দিয়ে ৪ সন্তানের জননী নাসিমা বেগমকে (২৮) গলাকেটে হত্যা করে পাষন্ড স্বামী রফিক মিয়া। এ সময় শ্যালিকা সপ্তম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তার মনি প্রতিহত করতে গেলে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে।  

গুরুতর আহত মনিকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে সিলেট ওসমানি হাসপাতালে এবং সর্বশেষ অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ঢাকায় পাঠানো হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম মুসা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।