ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সার কারখানার জরিমানা, লাইসেন্স বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
ঝিনাইদহে সার কারখানার জরিমানা, লাইসেন্স বাতিল ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঝিনাইদহ: ঝিনাইদহ বিসিক শিল্প নগরীর একটি সার কারখানা থেকে বিপুল পরিমাণ সালফিউরিক এসিড জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অনুমোদন অতিরিক্ত এসিড রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা ও কারখানার লাইসেন্স বাতিল করা হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ অভিযান চালান।

আদালতের বিচারক জানান, বিসিক শিল্প নগরীর মেসার্স ফিউচার ভিশন নামের একটি জিংক সার তৈরির কারখানায় সকালে অভিযান চালানো হয়।

এসময় অনুমোদন অতিরিক্ত এসিড রাখা ও পরিবেশ দুষণ করার দায়ে এসিড জব্দ, লাইসেন্স বাতিল ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।