ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে পিস্তল ও গুলিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
শিবচরে পিস্তল ও গুলিসহ যুবক আটক

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলা থেকে একটি বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুলাল মল্লিক (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে ভোরে উপজেলার রাজারচর এলাকার মল্লিককান্দি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবউজ্জামান বাংলানিউজকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মল্লিকের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। পরে সেখান থেকে একটি বিদেশী পিস্তল (ইউএসএ), ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ মল্লিককে আটক করা হয়।

তিনি আরও জানান, মল্লিক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি অবৈধ অস্ত্র রেখে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। তার বিরুদ্ধে শিবচর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।